হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ পরিচিতি
এক নজরে প্রতিষ্টান পরিচিতি
নাম : হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ
E-mail: [email protected]
ফোন : +88 01712569420 (অধ্যক্ষ), +88 01309130540 (অফিস), +88 01710202922 (কম্পিউটার অপারেটর)
০১। প্রতিষ্ঠান পরিচিতি : হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, ভরণ সুলতানপুর, ডাক: থানাবাজার - ৩১৯০, উপজেলা: জকিগঞ্জ, জেলা: সিলেট।
০২। জমির পরিমাণ : ২২৯ শতাংশ।
০৩। ভবন সংখ্যা : ০৩ টি। যথা: (১) প্রশাসনিক ভবন, (২) একাডেমিক ভবন এবং (৩) আইসিটি ভবন। কক্ষ সংখ্যা ৩৫ টি।
০৪। প্রতিষ্ঠানের অনুমতি ও স্বীকৃতি : উচ্চ মাধ্যমিক পর্যায় : প্রথম অনুমতির তারিখ : ১৯/১০/১৯৯৮ খ্রি. , প্রথম স্বীকৃতির তারিখ: ১৯/১০/১৯৯৮ খ্রি. এবং সর্বশেষ অনুমতি ও স্বীকৃতির তারিখ: ৩০/০৬/২০২৫ খ্রি. । ডিগ্রি (স্নাতক) পর্যায় : প্রথম অনুমতির তারিখ : ২৫/০৪/২০১১ খ্রি. , প্রথম স্বীকৃতির তারিখ: ২৫/০৪/২০১১ খ্রি. এবং সর্বশেষ অনুমতি ও স্বীকৃতির তারিখ: ৩০/০৬/২০২৬ খ্রি. ।
০৫। শ্রেণি ও শিক্ষার্থীর সংখ্যা: প্রতিষ্ঠানটিতে এইচএসসি ও ডিগ্রি স্তর রয়েছে। মোট শিক্ষার্থী : ১২৬৫ জন ( এইচএসসি: ৮০০ জন + ডিগ্রি: ৪৬৫ জন)।
০৬। শ্রেণিতে অনুমোদিত শাখার তথ্য: উচ্চ মাধ্যমিক পর্যায়ে ০৩ টি শাখা রয়েছে। যথা: (১) মানবিক - আসন সংখ্যা ৩৫০ টি, (২) বিজ্ঞান - আসন সংখ্যা ১৫০ টি এবং (৩) ব্যবসায় শিক্ষা - আসন সংখ্যা ১৫০ টি। ডিগ্রি (স্নাতক) পর্যায়ে ০২ টি শাখা রয়েছে। যথা: (১) বিএ - আসন সংখ্যা ১৩০ টি এবং (২) বিএসএস - আসন সংখ্যা ৬০ টি।
০৭। পাঠদান সংক্রান্ত তথ্য: (ক) মানবিক বিভাগের বিষয় সমূহ: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি এবং ইসলাম শিক্ষা।
(খ) বিজ্ঞান শাখার বিষয় সমূহ: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত।
(গ) ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায় সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, হিসাব বিজ্ঞান এবং অর্থনীতি।
০৮। কলেজে শিক্ষক ও কর্মচারী: শিক্ষক - ২৪ জন এবং কর্মচারী - ১৩ জন।
০৯। কলেজে স্থাপনা সমূহ: কলেজ ক্যান্টিন, শহীদ মিনার সহ অত্যাধুনিক লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে ৩৯৭৪ টি বই রয়েছে। কলেজ সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণিক নিয়ন্ত্রিত।
১০। লক্ষ্য-উদ্দেশ্য : সৎ ও দক্ষ নাগরিক গঠন করা।
১১। বৈশিষ্ট্য : আধুনিক শিক্ষার সমন্বয়, পরিকল্পিত ও যুগোপযোগী ব্যবস্থাপনা।
১২। বিশুদ্ধ পানির ব্যবস্থা : ছাত্রীদের জন্য রয়েছে আধুনক মেশিনের দ্বারা বিশুদ্ধ পানির ব্যবস্থা।
এছাড়া কলেজটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়য়ের এইচএসসি ও ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে।
২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় ১৬টি জিপিএ ৫ সহ ৮৬.৫৬% ফলাফল করে যা উপজেলায় শীর্ষে ।